Monpura School & College

" আগামীর শিক্ষা আজকেই "

" Tomorrow's Education on Today "

383,Satarkul Road, Badda, Dhaka-1212

at: +8801926-694500

Opening Hours

Sun- Thurs: 07.00 AM - 05.00 PM

CHAIRMAN SAYS

Md. Anwer Hossain

Chairman Monpura School & College

প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও শুভানুধ্যায়ী

আস্সালামু আলাইকুম,

মানুষ সৃষ্টির সেরা জীব। তবে জন্ম মাত্রই প্রতিটি মানুষ-এই শ্রেষ্ঠত্বের অধিকারী হয় না। বস্তুত জ্ঞানের আলো,  বিজ্ঞানের সত্যানুসন্ধান, সামাজিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধের পরিচর্যা এবং সর্বোপরি সুপ্ত প্রতিভার বিকাশ মানুষকে এ শ্রেষ্ঠত্ব দান করে থাকে। আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার।। ভবিষ্যতে তারাই দেশ ও জাতির  কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে যথার্থ ভূমিকা পালন করবে। উদ্দেশ্য ও লক্ষ্যহীন শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে প্রকৃত শিক্ষা, নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও আদর্শিক জ্ঞান দান করতে ব্যর্থ হচ্ছে। তাই শিশু কিশোরদের সুনাগরিক, সুশিক্ষিত ও অনুপম চরিত্র গঠনের উপযোগী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি প্রয়োজন। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, সুযোগ্য ও উন্নত নৈতিক চরিত্রের নাগরিক তৈরির ক্ষেত্রে “মনপুরা স্কুল অ্যান্ড কলেজ” অগ্রণী ভূমিকা রাখবে, এই প্রত্যয় নিয়ে নিজস্ব ভবনে ২০১৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

এখানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ সব বঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌছাতে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে অত্র প্রতিষ্ঠান মাইলফলক হয়ে থাকবে। কঠোর নিয়ম-শৃঙ্খলা, পাঠদানের আধুনিক পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “মনপুরা স্কুল অ্যান্ড কলেজ” পরিচিতি পাবে বলে আমি একান্ত ভাবে আশাবাদী।

“মনপুরা গ্রুপ” একটি সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান। “মনপুরা গ্রুপ” এর একটি সহযোগী প্রতিষ্ঠান হলো “মনপুরা স্কুল অ্যান্ড কলেজ”। আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি হবে বাংলাদেশে বিশ্বমানসম্পন্ন আধুনিক শিক্ষার একটি দিক-নির্দেশক। মানসম্পন্ন শিক্ষা থেকে একজন। শিক্ষার্থীও যেন বাদ না পড়ে, সে ধরণের একটি শিক্ষা কাঠামো গড়ে তুলতে পারলে আমরা জাতিগতভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ সহজে মোকাবেলা করতে সমর্থ হবো ইনশাআল্লাহ।

“মনপুরা স্কুল অ্যান্ড কলেজ” এর এসব মহৎ লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী সহ সম্মাণিত সকল ব্যক্তির অকুণ্ঠ সমর্থন ও ঐকান্তিক সহযোগিতা আমরা একান্ত ভাবে প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে

মো:নোয়ার হোসেন

চেয়ারম্যান

মনপুরা স্কুল অ্যান্ড কলেজ

Vice Chairman Says

Mst. Afroja Akter

Headmaster

বাংলাদেশের যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করছে তারমধ্যে অন্যতম রংধনু আদর্শ উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ সরকার যেমন এ বিষয়টি স্বীকৃতি প্রদান করেছে, তেমনি এ প্রতিষ্ঠানটি সাফল্যের কৃতিত্বস্বরূপ অর্জন করেছে দেশি-বিদেশি অনেক সম্মাননা। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে বিএসবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির দীর্ঘ এই একযুগ ধরে শিক্ষা বিস্তারের উল্লেখযোগ্য দিক হলো, এখান থেকে যে সকল শিক্ষার্থীরা ইতোমধ্যে লেখাপড়া করে বেরিয়ে গিয়েছে, তাদের অনেকে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবি হিসাববিদ, আইনজীবি, সেনা, নৌ, বিমান বাহীনির উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আবার অনেকে ইতোমধ্যে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সম্মান বৃদ্ধি করছে এবং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। এ অল্প সময়ে শিক্ষার্থীদের এমন সাফল্যের অন্যতম কারণ এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের একদিকে যেমন খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে থাকে তেমনি একজন যোগ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পারিপার্শ্বিক যে গুণাবলি অর্জন করা দরকার তার সকল আয়োজন রয়েছে এ প্রতিষ্ঠানকে ঘিরে। লেখাপড়ার পাশাপাশি এ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীই স্কাউটিং এর সাথে সম্পৃক্ত। লিও ক্লাবের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীরা সরাসরি মানব সেবায় নিজেদেরকে আত্মনিয়োগের সুযোগ পায়। সেনা, নৌ ও বিমান বাহীনীতে যোগদান করে দেশের সেবায় উদ্ভুদ্ধ করতে শিক্ষার্থীদের BNCC’র সদস্য হিসেবে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব এবং নাচ, গান, কবিতা আবৃত্তি, চিত্রঙ্কন প্রতিযোগিতা, উপস্থাপনা ইত্যাদি প্রশিক্ষণের জন্য রয়েছে রংধনু কালচারাল একাডেমি।